Skip to content

বাসর সাজাও – মোঃ ইব্রাহিম হোসেন

বাসর সাজাও
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩১-০৫-২০২৪ ইং

পার হলো আজ বিশটি বছর
একুশে দেয় ডাক,
মনের মাঝে মন-ময়ূরী
দূর থেকে দেয় হাঁক।

বিয়ের লগন বাসর সাজাও
বন্ধুরা সব কই?
ঘোমটা দিয়ে আসবে বধূ
চারদিকে হৈ’চৈ ।

সাত বছরের প্রেম ফলাফল
পূর্ণতা পায় আজ,
বাজবে সানাই তাই তো জানাই
পরবো মাথায় তাজ।

বেনারসি অঙ্গে জড়ায়
টিকলি ললাট ‘পর,
আলতা রাঙা দুই পায়ে তার
সাজবে আমার তর।

টুকটুকে লাল অধর যুগল
মিষ্টি হাসির মুখ,
আমার জীবন সঙ্গী হবে
আসবে ঘরে সুখ।

মন্তব্য করুন