Skip to content

বাল্মীকি’র রাম

বাল্মীকির রাম ভালো রকম বেঁচে আছেন,
মরেননি
কোনো দিনও কোনো মসজিদের মাথায় তিনি
চড়েননি
কোনো কালে হ’ননি তিনি কোনো দলের কর
সেবক ছাড়াই চলে তাঁর, শয্যা মাটির ওপর।

1 thought on “বাল্মীকি’র রাম”

মন্তব্য করুন