বাল্মীকির রাম ভালো রকম বেঁচে আছেন,
মরেননি
কোনো দিনও কোনো মসজিদের মাথায় তিনি
চড়েননি
কোনো কালে হ’ননি তিনি কোনো দলের কর
সেবক ছাড়াই চলে তাঁর, শয্যা মাটির ওপর।
বাল্মীকির রাম ভালো রকম বেঁচে আছেন,
মরেননি
কোনো দিনও কোনো মসজিদের মাথায় তিনি
চড়েননি
কোনো কালে হ’ননি তিনি কোনো দলের কর
সেবক ছাড়াই চলে তাঁর, শয্যা মাটির ওপর।
অতি চরম সত্য আপনার কবিতায় প্রকাশিত । শুভেচ্ছা ।