হারিয়ে গেল স্বপ্ন ভোরে
অমানিশার রাতে,
হারায় কেবল মাঝ দুপুরে
কিম্বা সুপ্রভাতে,
লজ্জানত চাউনিতে ওর
মুক্ত যেন ঝরে
সদ্যজাত শিশুর মতো
মনের আকাশ গড়ে,
আনমনা ও যখন তখন
কি যে কখন ভাবে
ভালোবাসা ভাটার টানে
ওর উদাসী ভাবে,
প্রতিদিনের স্বপ্ন আঁকে
মনের পেলব ছোঁয়ায়
বান্ধবী যে মন কেড়েছে
বোবা ইশারায়।