Skip to content

বানভাসি – হাকিকুর রহমান

ভরা যমুনায় উঠিলো যে ঢেউ
ছলকিয়া যায় পাড়ে,
তরীগুলি সব আলুথালু কাঁপে
শকতি লাগে যে দাঁড়ে।

দারা-পরিবার লইয়া কতজনা
পারেতে করে যে বাস,
আধা জলে ভরা, আধা পলি পড়া
তাহাতেই করে চাষ।

ভাবে এইবারে, বিকিয়া ফসল
ঘরেতে দিবে সে চালা,
অসময়ে আসা, প্লাবনে তাহার
হৃদয়ে বাড়ালো জ্বালা।

এমনি করিয়া, জীবন ভরিয়া
স্বপনই দেখিয়া যায়,
বানভাসি হয়ে, জাগা-জমি খুয়ে
আকাশের পানে চায়।

মন্তব্য করুন