Skip to content

বাদল রাতি – পবিত্র প্রসাদ গুহ

আমার নিশীথ রাতের বাদল ধারা
এসো হে বুকে মনের তারা
দাও ঝরিয়ে উজান কুলে
গোপন মনে সংগোপনে
আঁধার কালো নিকষ ঘন
দাও সরিয়ে গোপন যত
আষাঢ় রাতি ঘনাক তত
মেঘ বালিকা কোথায় গেলো
কোন সে দূরে ঝমঝমিয়ে
কোন কুলায়ে বাদল এলো
একলা ঘরে চুপ করে রই
ঘুম নাই ঘুম ভাঙালো কারা
মেঘবালিকা আমার তারা
সজল আঁখি ডুবলো নদী
প্লাবন বুঝি বক্ষে আসি
ছলছল মন ফেনিল সাদা
মাঠ ঘাট সব শীতল হাওয়া
ভাঙুক বাঁধা কুল বরাবর
চাই নে আর আমি মেঘের ধারা।

মন্তব্য করুন