Skip to content

বরপুত্র খোকা।। বিজন বেপারী ।।

বঙ্গ মায়ের বরপুত্র সে
ছিল ছোট্ট খোকা,
খোকার মনটা মাটির মতো
বলতো সবে বোকা।

নয়তো বা কেউ নিজের ছাতা
দেয় অন্য জনে,
শীতের কাপড় বিলিয়ে দেয়
পেলে দুখী দীনে।

দশের কান্নায় ভেঙে পড়েন
পথে ঘাটে বনে,
জীবন বাজি রাখেন তিনি
ঝাঁপিয়ে পড়েন রনে।

দরদী এই বন্ধু যাকে
হতে হলো খুন,
নর পিশাচ মারলো তাঁরে
যার মহৎ গুণ।

ঝালকাঠি, বরিশাল।

মন্তব্য করুন