বন্ধু বলে আসলো কাছে
সাজলো ভালো মিছে
গলার মালা হয়ে ওসে
শেষে গলা কেটেই দিছে ।
উজার করে দিবে বলে
কথা দিয়ে গেলো চলে
আসেনি আর ফিরে
ওকথা মিথ্যে ছিলো রে ।
বুঝিনি হায় সরল মনে
প্রেম করেছি বন্ধুর সনে
সে তো আসল বন্ধুই নয়
আবেশধারী ছলনাময় ।
বন্ধু বলে আসলো কাছে
সাজলো ভালো মিছে
গলার মালা হয়ে ওসে
শেষে গলা কেটেই দিছে ।
উজার করে দিবে বলে
কথা দিয়ে গেলো চলে
আসেনি আর ফিরে
ওকথা মিথ্যে ছিলো রে ।
বুঝিনি হায় সরল মনে
প্রেম করেছি বন্ধুর সনে
সে তো আসল বন্ধুই নয়
আবেশধারী ছলনাময় ।