Skip to content

বন্ধু আসল না – মোঃ ইব্রাহিম হোসেন

বন্ধু আসল না
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ২১-০৬-২০২৪ ইং

মোর জীবনে ছিলো নাকো
বন্ধুরূপে কেউ,
নাহিদ তুমি আসলে যেন
সাগর মাঝের ঢেউ।

তোমার কথার প্রেমে পড়ে
বন্ধু হলাম তাই,
প্রাণের প্রিয় দোস্ত তুমি
এখন দেখি নাই।

উচিৎ কথা বললে মনে
ভীষণ ব্যথা পাও,
ভয় হৃদয়ে নাই প্রতিবাদ
আমতাতে গান গাও।

খোশ-আমদে দাও ঢলিয়া
তেলা মাথায় তেল,
সৎ সাহসে বাক্য বলার
নাইকো তোমার বেল।

প্রতিবাদে হও পিছুটান
ব্যঙ্গতে “হ” কও,
উত্তরে এর জবাবটা দেয়
বন্ধু আসল নও।

কত আমি ভালোবাসি
বুঝলে না’রে ভাই,
উপর উপর বন্ধু বলো
ভেতরে নাই ঠাঁই।

আপন আপন ভাবি তোমায়
আপন তুমি না,
বন্ধু ভেবে বুকে নিলাম
শান্তি পেলাম না।

মন্তব্য করুন