Skip to content

ফিরুক স্বাধীনতা-সুবীর ভট্টাচার্য্য

চাইছে শহর বিচার চাই,
সসম্মানে বাঁচতে চাই,
প্রভাবশালী বর্বরতার
অবিলম্বে বিনাশ চাই,
শান্তিকামী মানুষগুলো
চাইছে শুধু শান্তি চাই।

বিভীষিকাময় রাতের আঁধার,
নেইআইনের দৃষ্টান্ততার,
স্বৈরাচারী মানসিকতার,
নিপীড়িতের মুক হাহাকার,
জনবিপ্লবে হোক নির্মূল
অমানবিকতার অত‍্যাচার।

নতুন আশায় নতুন দিনে,
সহমর্মিতার আবরণে,
পক্ষপাতিত্বহীন সুবিচারে,
বার্তা ছড়াক কোণে কোণে,
বাঁচবে সবাই নির্ভীকতায়
গর্বে ভরা স্বাধীনতায়।

মন্তব্য করুন