প্রেমের জীবন লস
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০৫-২০২৪ ইং
নারীর প্রেমে পইড়ো না কেউ
নারী মানেই ছল,
হৃদয় দিয়ে বাসলে ভালো
আসবে চোখের জল।
আমিও ভালো বেসেছিলাম
এক নারীকে ভাই,
জীবন দিয়েও ভালোবেসে
পোষ মানেনি তাই।
আমায় ছেড়ে বাঁধলো সে ঘর
অন্য বুকে ঠাঁই,
ভালোবাসার সেই প্রিয়জন
আমার ঘরে নাই।
ছিলো না মোর টাকা-কড়ি
ছিলো নাকো ধন,
তাই তো আমি পাইনি কভু
সেই মেয়েটির মন।
আসলো অফার লাগবে শেষে
স্বর্ণ ভরি দশ,
হয়নি জোগাড় কপাল পোড়া
প্রেমের জীবন লস।