Skip to content

প্রিয় বান্ধবী – নিত্যানন্দ ব্যানার্জী

হে বান্ধবী প্রিয়া, তুমি মোর সঞ্চয় আত্মার,
তোমার পরশখানি জীবনের জয়যাত্রার,
বহুমূল্য সময়ের স্রোতে ,
রক্তঝরা পথে,
হৃদয়ের সকল দুয়ার খুলি’,
আপনায় আপনারে ভুলি’,
রহিয়াছ পাশে চিরকাল,
বুঝি নাই সকাল বিকাল,
যামিনী আকাশে চন্দ্রোদয়,
ষোড়শীর প্রেমালাপ নয়,
অন্তরের গুপ্তদ্বার ঠেলি’,
স্বপন জাগিয়া উঠে সকলেরে পশ্চাতে ফেলি’,
ক্ষণিকের ইন্দুবিন্দু মন,
বণিকের যতেক যক্ষধন,
তব সেই ভূবন ভোলানো হাসি,
ভালবাসি,
সত্ত্বার বৈষম্যের মাঝে,
দুই মন মিশে যায় কাজে,
জীবনের আগমনী দিন,
তোমার স্মৃতির মাঝে আমার এই বিবর্ণ রঙীন,
বক্ষের পঞ্জর বাহি’
প্রাণময় করিয়াছ বলি’,
তোমাতেই আমার অন্তর্জলী,
সমাপন হয়েছে সফল,
হে প্রিয় বান্ধবী , তুমি মোর জনমের ফসল ।

মন্তব্য করুন