যিনি দিলেন সাগর নদী
মাটির নিচে জল,
প্রার্থনাতো তাহার কাছে
করছি অনর্গল।
সবার আগে নত করি
করে যত পাপ,
প্রভুর কাছে ক্ষমা ভাগী
মুছতে অভিশাপ।
প্রভুর কাছে গভীর রাতে
জোর ক্ষমাটি চাই,
কেঁদে কেঁদে ভাসায়ে চোখ
যেনো ক্ষমা পাই ।
মক্কাতে আর মদিনাতে
দেখে রওজা পাক,
মনটা আমার চুম্বনেতে
হতে পাক ও সাফ।
প্রাণের নবী মায়ার নবী
হবে প্রিয় জন,
বিচার দিনে নবীর সাথে
রবে উম্মত গন।