প্রবাসের দিনগুলি,
আমার আঁধার রাত্রি,
কলকাতার আয়ত চারিভিতে
চন্দ্রসুধায় চলে বিষণ আয়োজন।
প্রত্যহ প্রবাসে এই আবিল নেশার ঘোরে
স্বপ্নগুলো যখন আছড়ে পড়ে প্রস্তরখণ্ডে
অনার্য বিস্ময়ে নিধার চক্ষু মেলে দেখি
শুন্যতায় কেবল আমার অস্তিত্ব।
আমার ফুলদানি হয় ভস্মখনি,
আমার জীবনে নেই কোনো প্রদীপ,
আমার হৃদয় হয়ে ওঠে পাথর,
আমার মনের আকাশে নেই কোনো তারা।
আমি একা, আমি নির্বাসিত,
আমি বেদনার্ত, আমি ব্যর্থ,
আমি হারিয়ে ফেলেছি সবকিছু,
আমি শুধু আছি, আমি শুধু বেঁচে আছি।