Skip to content

“পিতামাতার শাসন”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

শৈশব কালে পিতা মাতার
আদর মাখা শাসন,
কৈশোরেতে সাহস জোগায়
খুঁজে পেতে আসন।

অফিস কাজে গাফেলতি
করবে না আর তুমি,
কর্মটাকে আঁকড়ে ধরে
করবে তাকে চুমি।

জন্ম থেকে চাওয়া পাওয়া
সন্তান আমার ভবে,
জ্ঞানীর মতো মানুষ হয়ে
ন্যায় নীতিবান হবে।

গুনীজন কে শ্রদ্ধা করবে
ছোটদের কে স্নেহ,
ভ্রাতৃত্ববোধ বজায় রেখে
গড়বে আপন দেহ।

ভবিষ্যতের ভাবনা ভেবে
ছেলেমেয়ের তরে,
পিতামাতা সদাই সজাগ
সারা জনম ধরে।

লেখার তারিখ:- ০১/১০/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন