Skip to content

পাপের সাজা  (লিমেরিক) – মোঃ ইব্রাহিম হোসেন

পাপের সাজা  (লিমেরিক)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-০২-২০২৪ ইং,বৃহস্পতিবার।

পাপের সাজা পেতেই হবে নাই ক্ষমা তোর ভাই
দম ফুরালে সব হারাবে দেখবে কিছুই নাই!!
পরকালে অনন্তকাল
অগ্নিদগ্ধে জীবন বেহাল!!
কোরআন বাইবেল ত্রিপিটকের বর্ণনাতে পাই।

মন্তব্য করুন