Skip to content

পাপমোচন – ফারহান নূর শান্ত

ধর্ষনে, দর্শক কেবল আমরা,
অন্ধত্বের চাদরে বাঁধা চোখ

আইনের প্রয়োগ হয় না’কো যে,
আমরা বিবেক মনুষ্যত্বহীন ভদ্রলোক।

এ শ্লীলতাহানি, নির্যাতন, নিপীড়ন
চলছে চলবে, যার সাথে ঘটে সেই বোঝে

ভদ্রতার মুখোশে ঢাকা পুরুষেরা,
প্রতিটি নারীর মাঝেই যৌনতার তৃপ্তি খোঁজে।

এখনও কি চুপ করে রবে?
মানুষ তুমি আর কত সইবে?

আসলে নড়বে টনক সেদিন তোমার,
ঘরের লোকেদের সাথে যেদিন ঘটবে।

তুমি ধর্ষক, তুমি দর্শক
তোমার জন্ম নারীর গর্ভে,এ বিশ্বভ্রমাণ্ডে

খুব সহজ করে বলি যদি তবে,
ধর্ষন থেমে যাবে,ওদের মৃত্যুদণ্ডে।

মন্তব্য করুন