Skip to content

পবন – রমেন মজুমদার

পবন
–রমেন মজুমদার 25/09/23

আমিতো মনুষ্য নহি,বায়ু বহি প্রাণ;
তথাপি মনুষ্য মনে করি প্রাণ দান।
মম শক্তি জানে আত্ম ব্যাপিয়া জগতে;
ক্ষণজীবে রূপধরি দৃশ্যহীন ভুতে!

থাকি যবে প্রাণদানে মেঘবারি শিরে!
অগতি-অব্যয় আত্ম, গতি লই ধীরে।
অত্যুক্তি-অন্যায়ে করি, ধ্বংস রণস্থলে!
মমরূপ মেলে ধরি,—সেই মত হলে।

উপারি উগারি দেই ভূমি সমতলে!
আত্মরূপ পঞ্চভুতে থাকি শক্তি বলে।
আকাশ মানব মন,ভূমণ্ডল তেই..
হাসিয়া বিকট রূপ! ধরি আমাতেই।

গুড়াইয়া-উড়াইয়া, দেই ক্ষণে-ক্ষণে!!
সূর্য তেজ সৃষ্ট গর্ভে পঞ্চ ভুত সনে।
দেহাকাশে করি বাস নাসিকা ভিতরে;
কেউ বলে পবনের গতি গত্যন্তরে ।

বায়ু বলো আয়ু বলো আমি অদ্বিতীয়;
জ্ঞানগর্ভে বসবাস তেই ধরি স্বীয়।।
তাই কবি রচে রমা ভাবিয়া চিন্তিয়া;
পবনের মধ্যে আয়ু থাকে ঘুমাইয়া।।
—–সমাপ্ত

মন্তব্য করুন