Skip to content

পথশিশু – জাহাঙ্গীর আলম

জানিনে আমি কে আমার বাবা আর কে মা
এই ফুটপাতে বসে আমার কাটে সারাবেলা
যে দেখে আমায় করে শুধু অবজ্ঞা পোষণ
চাইলে কোনো কাজ করে সবাই হেলা।

এ কেমন সমাজ আমি তো পায় না
মানুষ হিসাবে কোনো অধিকার,
সবাই তো আমায় দূর দূর করে তাড়িয়ে
পরিচয় নেই কি করব আমি তার।

সেই দোষ কি আমার বল জগদীশ
বোঝে না তো কেউ তা,
মনের আকিঞ্চনের আমায় বলে যায়
যে যখন পারে যা।

ফুটপাতেই আমার জীবন মরন
এই ফুটপাতেই সব,
সামান্য খাবারের জন্য করতে হয়
আমায় সর্বদা কলরব।

এ কেমন যেন জগৎ সংসার
বুঝি তো আমি কিছু,
সমাজের উচু তলার মানুষেরা শুধু
অবজ্ঞা করে পথশিশু।

রচনাকালঃ
০৪/০১/২০২১

মন্তব্য করুন