সাজানো আলোয় সান্ধ্য সজ্জা
নেই আঁকাবাঁকা মেঠো পথে
ভোর প্রতিদিন আকাশে ছবি আঁকে
ধান শীষ্ ভরে ধান ক্ষেতে,
সবুজ ঘাসে গালিচা যেন
শীত রোদ মেখে ঔজ্জ্বল্যে
নদী জল সেথা করে টলটল
নৌকা ভাসে দূরে জলে,
রাত নামে যবে সারা গ্রাম ছেয়ে
জোনাক আলো গাছে গাছে
টিমটিমে বাতি জ্বলে ঘরে ঘরে
সুর সাধনায় গ্রামের মেয়ে,
রাত শেষে ফেরে লালিমায় আলো
জনপদ জাগে প্রভাতে
গরু চড়ে মাঠে পাখি ডাকে শাখে
বাউলের গানে মন মাতে।