তোর লাশের ভস্মীভূত ছাই,
আগলিয়ে রেখেছি – রেখেছি বুকের পাশে।
যেদিন আমি মরবো –
সেদিন ছাইটুকু যাবে আমার ভূষণ নাশের লাশে ;
বজ্জাত মেয়ে খিলখিলিয়ে হাসে।
এদিকে আয়!এদিকে আয় একটু আদর করি তোকে; হারামজাদী রাখবো আমার আদুরে চোখে,
তোর কোমল স্বরে গান শুনাবি –
স্বর্ণকমলী নরম তুলতুলে হাত রাখবি আমার বুকে,
মাদুরে বসে মাধুরি মিশিয়ে দেখবো তোকে অদূর সুখে।
এই বজ্জাত মেয়ে আবার খিলখিলিয়ে হাসছিস।
চুপ কর! চুপ কর। সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমার চুপ কর। মাথা আমার ঝিম ধরেছে – ধরেছে ধীর গতিতে – ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, নেতিয়ে গেছে সেই কোমলপ্রাণের দেহের নিষ্পাপ চারাগাছ।
রেগেমেগে চেপে ধরলাম মদের গ্লাস –
গ্লাস ভেঙে রক্ত পড়ছে –
রক্ত পড়ছে লাল টকটকে কালো রক্ত।
আমি আছি এখন মদের নেশায় –
শক্ত করে পদচিহ্ন বসিয়ে দিলাম তোর ভালোবাসায় ।
#নেশা ______ মারুফ সরকার মুন্না