আজ আকাশে দেখ কত সুন্দর চাঁদ উঠেছে
শুধু দেখতেই যেন মন চায়
বিধাতা কত সুন্দর ছবি একেঁছে।
তোমার হাত ধরে থাকা কত সুন্দর সময় ছিল
এই নিশীথি রাত শেষে।
আজও বারান্দায় বসে
চেয়ে থাকি দূর আকাশে।
কখনো জোনাকির খেলা দেখি
আবার কখনো আবার অজস্র তারার মেলা।
সবই রয়েছে আগের মতো,
শুধু তুমি কেন চলেগেলে দূর আকাশে।
কত কষ্ট নিয়ে আজও বসে থাকি,
শুধু পার্থক্য কেবল এতটাই
আজ তোমার হাত নয় কেবল চায়ের কাপ ধরে বসে থাকি।
কত সুন্দর সময় ছিল তাই না,
আমরা একই হেডফোনের মাঝে গান শুনতাম
একই চায়ের কাপে দু জনে মিলে চা খেতাম,
কখনো তুমি আলতো করে তোমার মাথাটা আমার কাধে রাখতে।
কখনো আমি তোমার কোমল পায়ে মাথা রেখে শুয়ে থাকতাম।
এই সময়গুলোর মাঝে কত স্বপ্ন বেধেছিলাম
আমি কি জানতাম তোমার সঙ্গ কেবল কিছুটা সময় বাকি ছিলাম।
আজও তোমায় আমি তারার মাঝে খুজে পাই,
তোমার কোমতি টুকু আজও টের পাই।
মাঝে মাঝে জোছনার আলোতে তোমার ছায়া দেখি
কখনো সে ছায়ার মাঝে তোমার ছবি আঁকি।
বলতো এতটা একলা দুনিয়ায় কি করে থাকবো
বল শুধু একবার কেবল তোমাকেই ভালোবাসবো।
জীবনে কতটা নিরবতা ছড়িয়েছে কি করে তোমায় বোলবো,
তুমিতো আর নেই কাছে আর কি করে তোমায় বোঝাবো।
ভালোবাসা এখন আমার কাছে অথহীন,
কি করবো বলো অতীত যে ছিল অনেক রঙ্গিন।।