বসন্ত আসে
উঁকি মারে ছুঁয়ে যায়
কিন্তু,
কিন্তু কেউ জড়িয়ে ধরে না।
একা লাগে,
মৃত্যুর চেয়েও বেশি একা লাগে।
হয়তো আমি ভালোবাসতে জানি না,
সূর্যাস্তের অভিমুখে একা বসে থাকি!
চঞ্চল মনে অশ্রু দিয়ে লিখি।
এ এক অদ্ভুত রোগ,
নেই কোন উপসর্গ;
নেই কোন প্রতিকার!
রন্ধে রন্ধে লুকিয়ে থাকে শুধু নির্মমতা।
মনখারাপি হাওয়ায় জানালার দিকে তাকালাম,
বৃষ্টিও নামলো না!
বুকের ভেতরটা ছলাৎ করে ঝড় উঠলো।
প্রেম ভীষণ হিসেবী
আজন্ম কাল বইতে জানে।
পৃথিবী বদলাবে,
প্রেমের কম্পনে নিখুঁত কালো অন্ধকার নেমে আসবে।
চতুর্দিকে ঝড় উঠবে
মৃত্যুর সুরতে গোলাপ গন্ধে হেরেছে,
ফাঁকা হাতে জন্মের পর জন্ম নিষিদ্ধ আলপিনে।
কোঁচকানো বিছানায়,
নিয়তির পরিণতি একমুঠো কালো ছায়!
নিষিদ্ধ তাড়নায়,
রাস্তার ধারে গুঞ্জন বিদায় বেলায়।
আদ্র আঁখি পল্লবে,
প্রেম গবাক্ষ পথে পালায়।
ভাঙ্গাচোরা স্মৃতিতে,
অনাদায়ী উত্তাপের রেশ।
অসহায় যন্ত্রণায় দুঃখ গাঁথা
নিষ্পাপ আদ্রতায় ক্রুর হাসি মাখা
অধরা মরিচিকায় শুরু হলো,
বিদায় বেলার অস্তরাগের খেলা।