কেমন আছিস রে ?
বেশি ভালো না ।
কেনো কি হয়েছে ?
একাকিত্বে ভুগছি ।
কিসের এতো ইচ্ছা ?
তাকে পাওয়ার প্রয়াস ।
কি চাস ?
তার ভালোবাসা ।
আর কি চাস ?
তার মধ্যে নিজেকে ।
ঠিক আছে ধর পেয়ে গেলি –
পাওয়ার পর কি করবি,
কি হবে তার মধ্যে নিজেকে দেখে,
কি হবে সময় অতিবাহিত করে তার সঙ্গে,
শুধু ওকে পেলেই কি একাকীত্ব দুর হয়ে যাবে,
নাকি এটা শুধু পরসের লোভ ।