Skip to content

দেশ ও দশের দুঃখ কথা শহীদ উদ্দীন আহমেদ

দেশ ও দশের দুঃখ কথা
ভাবছে ক’জন ভাই?
স্বার্থ নিয়ে ব‍্যস্ত সবাই
পরের ভাবনা নাই!
ক্ষুধা মঙ্গা সবই আছে
আছে উন্নয়ন!
মাদক ড্রাগে নেশায় মরে
তরতাজা যৈবন।
স্বাধীন হয়ে ভেবেছিলাম
শান্তি দেশে আসবে,
তেপ্পান্নতে হলো না যা
আর কবে তা হবে?
আগুন নিয়ে খেলছে সবাই
করছে সবাই দুর্নীতি,
ওরা সবাই চামচা রাজার
নেই যে তাদের ভয়ভীতি!
রাজা প্রজা সবাই মিলে
ভাল থাকতে চাই
যেখানে নেই বৈষম্য ভেদ
কোথায় তারে পাই

মন্তব্য করুন