Skip to content

দেখেছি তারে শারদ প্রাতে – নিসার আহমেদ

চমকে গিয়েছে হঠাৎ তারে
দেখে শারদ প্রাতে!
এক গুচ্ছ কাশফুল,
ছিলো তার হাতে!

নীল আকাশে ভেসে যাচ্ছে,
সাদা মেঘের ভেলা!
খালি পায়ে কাশবনে,
করছে সে খেলা!

স্নিগ্ধ হাওয়ায় উড়ছে,
তার কালো কেশ!
দোল খাচ্ছে শুভ্র কাশ,
বইছে ভালোবাসার রেশ!

মন্তব্য করুন