Skip to content

দুর্ঘটনা – আহমেত কামাল

দুর্ঘটনা
আহমেত কামাল

তোমার কাছে বারে বারে ছুঁটে যাওয়া
এ- যেনো আমার ঘনঘন বর্ষাকাল!

এ বর্ষা
আমার ভাল লাগেনা।

কখনও যদি ভালোবেসে থাকি ধরে নাও ওটাও আমার
মনঘটিত দুর্ঘটনা।

দুর্ঘটনা’কে আপদান বলো। অধিকরণ নয়। তবে কখনও
যদি ডাকো,,,

বিষয়ের শীর্ষে আরেকটু বিষ রেখে দিও ,।

মন্তব্য করুন