Skip to content

দু’রকম বিজ্ঞাপন – মল্লিকা রায়

প্রাগ্ লগ্ন জমিতে , দেশেতে
ঘরে ঘরে বৈশায়ন ; ঘোর কলি
আর কত কাতরাবি দেহ ?
মানুষ পাথর ছিল প্রস্তরযুগ
শাপগ্রস্ত বীর্যে আজ রমনোন্মুখ …………………….।

সিনেমা টা মন্দ না ;
বাংলার প্রথা রে
বেঁচে খায় প্রযোজক
ওবামা’রা হাসে রে ।

কুলুপের আঁটা ঘর সম্ভ্রম তৈরী
মানুষের মাথাগুলো নিদারুণ বৈরী ।
শুষবে না চালবে সে বিভ্রম প্রজাতি
স্বদেশের ঘরে হায়! দানবের প্রগতি ।

ভাঁপা মাথা হলাহল্ , ফাঁপা – তে বিকল্
ঢোল্ মাথা ঝোঁকবশে কষেছে বেহাল্ ।

তেলা মাথা কমিশন্ ভদ্রতা মুড়িয়ে
মিহ্ সুর নকশায় এলেম’টা ধাঁধিয়ে ।

ভোঁতাতে গরম ভাঁপ হাঁ করণ ত্রাসে
পদ্ধতি মিলে দশ “এ ” সর্বনাশে।

শিষ্ট , লাজুক কাল্ ঘোর কলি প্রিয়া
পাঁকে পেষে পঙ্কিল রস দরদিয়া ।
বর্ষে বর্ষে ফলো প্রচারের গৌরভ্
শ্যামলিমা বাংলায় কাহিনীর সৌরভ ।

বাংলা বলেছে হেসে , ” তথ্য সম্প্রচার “………………..

ও বামার বিদ্রূপ , ” আমার অস্কার ” ।

মন্তব্য করুন