Skip to content

দুধের মাছি – Radiful Hoque

আমুদে ছিলাম তখনও আমি
এখনো তেমনি আছি,
দিনে দিনে চিনেছি শুধু
কারা দুধের মাছি।

কখনও যদি পড়ো বিপদে
পাবেনা তাদের দেখা
সুসময়ে তারা হবে হাজির
বলবে তুমি নও একা।

ভুবন মাঝে কেউ কি আছে
তাদের চেয়ে ভালো
সুন্দরেও কম যান না
রঙ হলেও কালো।

শশী তুমি অভিরাম তুমি
নেই স্তুতিতার শেষ
সুযোগ পেলেই হৃদয় বহ্নিতে
ফাঁদে যোগসাজশ।

সারাক্ষণ টা যতই দিক
রূপে গুনে বিশেষণ
স্ব উত্থানে কখনো হবেনা
তার জ্বলন নির্বাপন।

কষ্ট গুলো চাপিয়ে দেয়া
আমার সৃষ্ট নয়
ছিলোনা জানা বাঁচার উপায়
কেই বা কারে কয়।

অনেক কিছু হারালেও আজ
বলছি সুখে আছি
যন্ত্রনায় পিষে তিলে তিলে
চিনেছি দুধের মাছি◽

-২৩/০৮/২৩

মন্তব্য করুন