Skip to content

দীর্ঘশ্বাসের অশ্রুবাষ্প – আজিজ বিন নুর

স্বরচিত কুকুর যেন প্রশান্তি খায় চেটে
আমার আল্পনায় অস্তিত্বহীন এক তুমি–
ফুলকির ফোঁড়ন কাটে আলখাল্লা ঘুম
মনোজ বেদীতে গজায় স্তব্ধ শ্মশানভূমি।

বনসাই ক্যানোপীতে হতাশার বর্ণালী
আততায়ী মেঘ ভেঙে এনেছে রোদ্দুর
কার বুকে অবিশ্বাসের গাঢ় অগ্নুৎপাত —
মরিচিকা চোখ জুড়ে ঢালে সমুদ্দুর?

হৃদয়ের অক্ষরেখা ধ্বংসের দ্রাঘিমাকে
ছুঁয়ে এসে খেয়ে যায় ফ্যালফ্যালে চোখ
একটি বহুরূপী ছলনায় শবযাত্রা ধরে
দীর্ঘশ্বাসের অশ্রুবাষ্প নিরবে উড়ুক।

1 thought on “দীর্ঘশ্বাসের অশ্রুবাষ্প – আজিজ বিন নুর”

মন্তব্য করুন