Skip to content

দিনকাল – ফিনিক্স

জানিনা আর কতো ভাগে ভাগ হবে আমার শরীর ,
বৃথা আগুনের সাথে উইয়ের সন্ধি , চেষ্টা হামেশাই।
টুকরো টুকরো অঙ্গ সারা ঘরে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো,
বিছানার ছাদরে বিশাক্ত রক্ত , সঙ্গে ড্যাম পড়া দেশলাই।
দিনের শেষে বার্থটা লুকাই আমি আমার বিছানার নিচে।
পায়ের আঙুল দিয়ে একভাবে প্রাণ বাঁচাচ্ছি । ঠাই কোথায় ?
গোনগণে আগুন এখন প্রিয় পাত্রতে পরিণত হয়েছে,
নিঃসঙ্গতা খুঁজে নেয় পাশবালিস , ভবিষ্যৎ মুখ লুকায়।

জলের অভাবে টবের গাছটার পাতা নেতিয়ে পড়েছে ।
দোষী আমি , লড়াই বাঁধছে সারাদিন সারারাত ধরে।
এই মুহূর্তে একটা ঝেঁপে বৃষ্টি আশার খুব প্রয়োজন,
কীভাবে বাঁচাবে আমার জীবন , চোরা – গোপ্তা মারে?
মাথার উপরের ফ্যানটা মাঝে মাঝে স্লোগান তুলছে।
গুমোট ভাবটা এক্টূ রয়ে গেছে , সম্পূর্ণ কেটে ওঠেনি।
দরজার কাঠে ঘূনেদের প্রিয় খাদ্যতে পরিণত হয়েছে
ভাঙ্গা নৌকা জোড়াতালি লাগানো, এখনও পাল জোটেণী।

সকালের বৃষ্টিতে গাছটাকে এখন অনেক সতেজ দেখাচ্ছে ।
নেতিয়ে পড়া বুকের খাঁচায় লেগেছে মৃত সঞ্জীবনীর প্রলেপ।
চোয়াল দুটো আজ আগের থেকে অনেক অনেক বেশী শক্ত,
দরজার কোণায় পড়ে রয়েছে নিত্য নতুন চিন্তার অবক্ষেপ।
বিধি ভঙ্গের খেলায় মাততে মাঝেমাঝে খুব ইচ্ছা করে,
হাত-পা বাঁধা , কিন্তু শক্ত বাঁধনের দড়িতে পচন ধরবে যবে –
আমার টুকরো টুকরো আঙ্গুল আবার জোরা লাগবে ,
সেদিন ফিরে আসা মানুষের দলে আমার নামও লেখা হবে ।

মন্তব্য করুন