আমি চার্বাক দর্শনে বিশ্বাস করি
আমি অধমর্ণ নই- রক্ত চুষে সুখ ধরি।
ন্যায়-নীতি, বিচার-আইন অভিধানে নেই
আমি মিথ্যার বেসাতি করি, বাঁকা পথেই যাই
যতই বলুক লোকে আমায় বাজে কথা
কান বন্ধ, শুনি না এ সব যথার্থ বার্তা
তীর্যক কথাগুলোকে কি ভেজে খাব?
আমার কাজ আমি করেই যাব
আকাশ থেকে হয় বজ্রপাত
বজ্রকে দাও যত অভিসম্পাত
জীবন যায়, আসে অভিঘাত
থামে না কখনো কুলিশ আঘাত
কেউ যদি হাসি ঠাট্টা, নিন্দা করে,
কাজ করছি চালাকি প্রতারণা ধরে
আমার মান, হুঁশ রেখেছি বাক্সে বন্দি
স্বচ্ছন্দ ধরতে করে চলি নানা ফন্দি
সকলে পৃথিবীতে সুখি হতে চায়
আমার জৌলুস দেখলে ট্যারা হয়
যদি আমি বাঁকা পথে সুখপাখি ধরি
তোমাদের জ্বালা কেন? আহা মরি
ঘরে ঘরে অন্ধকার, প্রাসাদ ঝলমল
ঘুর্ণি জলে হাবুডুবু, আমি খেলি বল
সাধারণরা কাদা জলে খুঁড়িয়ে ছোটে
আমি উড়ে যাই ইন্দ্রের পুষ্পক রথে
আমার পাতা জালে যা কিছু আসে
কিছু পচা মাছ ছুড়ে দি তাদের পাশে
তাতে একবেলা ওরা খেয়ে বেঁচে থাক
কে কী করছে, এত কেন বাপু দেখ?
দেখতে যদি না পার আমার কালো
তবে কেন বারে বারে চেয়ারে তোল?