Skip to content

থাকবি পাশে-মাহাবুবা বিথী

থাকবি পাশে
——-মাহাবুবা বিথী

দুমুঠো বিকেল দিবি আমায়,
ভালবাসার রং মাখবি গায়।
ইনবক্সের কিছুটা সময়,
রাখবি আমার তরে।
পাখি ডাকা মধ্য দুপুরে,
হাঁটবো দুজন নির্জন রাস্তার পরে।
উদাসী বাতাস উড়ন্ত চুলে,
ছুঁয়ে যাবে অগোছলে।
আমরা দুজন হুডতোলা রিক্সায়,
ঘুরে বেড়াব ফাগুন বেলায়।
আমার বৃষ্টি ভেজা মুখ
তুই দেখবি অপলক।
জ্বালাবো তোকে যখন তখন
শুনবো না কোন বারণ।
আগলে রাখিস চির জীবন
নির্ভরতার নিঁখুদ বাধন।
বুকের তোরঙ্গে প্রণয়ের অভিলাষে
থাকবি তো আমার পাশে?

মন্তব্য করুন