Skip to content

তুমি হীন আমি

আমার মেঘলা দুপুর
একলা কাটে ঘরে বসে
ডাকবাক্স খালি পড়ে আছে
তুমি ফিরে গেছো মেঘপিওনের দেশে,
কালো মেঘ আকাশ জুড়ে
মন খারাপের দিনে
জোড়াতালি চলছে শুধু
কাগজ আর আলপিনে।

বৃষ্টি নামলো ঝিড়ি ঝিড়ি
ঠান্ডাটাও পড়েছে বেশ
তুমি হীন আমার ভালোবাসায়
গল্প লেখা শেষ,
সকালের খবরের কাগজে চোখ রেখে
খুঁজি নিরুদ্দেশের বিজ্ঞাপন
তুমি হীন আমার সংসারে
সেচ্ছায় নিয়েছি নির্বাসন।

অবশেষে সন্ধ্যে নামলো
আকাশে পূর্ণিমার চাঁদ
তার আলোতেই চেটেপুটে নেই
ঝলসানো রুটির স্বাদ,
অবশেষে চোখ বুজি অভিলাষে
নিভিয়ে ঘরের যত আলো
তুমি এসেছো আমার পাশে
নতুন করে আবার বেসেছো ভালো।
******

মন্তব্য করুন