চুরুলিয়ায় জন্ম তোমার ঝাকড়া মাথার চুল।
সবার প্রিয় কবি তুমি বিদ্রোহী নজরুল।
চির নির্ভীক মুক্ত স্বাধীন, মহা বিপ্লবী প্রাণ।
পরাধীনতার শিখল ছিড়ে গেয়েছো সাম্যের গান।
একই সুতোয় বেঁধেছো সবেই করো নি আপন পর।
ছন্দ সুরে সমান তালে কাব্যে তুলেছো ঝর।
কলমের আঁচড়ে করেছো তুমি গোটা বিশ্ব জয়।
সকলের মনে চিরদিন রবে অম্লান অক্ষয়।
তুমি সৈনিক চিরদূর্দম কালজয়ী দূর্বার।
অনিয়মের যতো বেড়াজাল ভেঙে করো চুরমার।
ফিরে এসো তুমি প্রলয় বেশে ধরনীতে আবার।
পৃথিবীর বুকে মানবতা আজ হেরে গেছে বহুবার।
মুক্তপথের দিশারী তুমি মহা বিজয়ী বীর।
অন্যায়ের কাছে ভুলেও কভু নত করো নি শীর।
কবিতা গানে কেড়েছো তুমি হাজারো রমনীর মন।
তুমি শক্তি তুমি মুক্তি সকলের প্রিয়জন।
সাহিত্যাকাশের ধ্রুবতাঁরা তুমি মানব চেতনার ফুল।
সৌম্য- ন্যায় ও শান্তির প্রতীক বিদ্রোহী নজরুল।