তুমি পাশে থাকলে সন্ধ্যা সুবাসময়।
তারার ভিড়ের মাঝথেকে ওই চাঁদের হাসি এসে
উঁকি মারে আমার জানালাতে।
তুমি পাশে থাকলে জুঁই-কামিনী
পাঠায় মিষ্টি গন্ধ, একসাথে।
কত কথা আসে মনে, কত গল্প দুইজনে,
ঘন নীলচে আকাশ কালো রঙে ডোবে
তবু ফুরোইনাকো কথা।
বাগান থেকে রক্তকরবী
তবু চেয়ে থাকে অযথা,
একভাবে, নীরবে।
তুমি পাশে থাকলে রজনী মধুময়।
চারপাশ ঘুমোতে যায় যখন,
চেতনা লুকিয়ে মাথার বালিশের তলায়,
আমি তখন পাশবালিশটা কোলে নিয়ে বসে
করি ঘুমের সাথে নিভৃতে বোঝাপড়া।
তুমিও কি জাগবে আমার সাথে?
দেখবে তুমি, কোথা থেকে আসে এমন হাওয়া,
যে ক্লান্ত জগৎ জুড়ায় প্রতিরাতে?
এক-রাত নাহয় না ঘুমিয়েই কাটুক,
চলো গল্প করি, দুজনে, একসাথে।
হ্যাঁ, তুমি পাশে থাকলে মাঝরাত চেতনাময়।
ঘুমের ছুটি, জেগে থাকার ইচ্ছায়।
নীরব থেকেও গল্প শুনিয়ে যায়,
এক অন্যরকম আবেগ।
তুমি পাশে থাকলে জাগবো সারারাত,
আঁকবো ছবি অন্ধকারের পাতায়,
পাশাপাশি দুটো হাত, জানালার একটা শিকে,
খুঁজবো নতুন প্রভাত।
হ্যাঁ, তুমি পাশে থাকলে জাগবো সারারাত।
আঁকবো ছবি মনের গোপন পাতায়।
হাতের উপর হাত, তাকিয়ে আকাশের দিকে,
খুঁজবো নতুন প্রভাত,
সারারাত।