Skip to content

ডুব – নমিতা সরকার

মাঝে মাঝে ডুব দিয়ে থাকা ভালো ।
ভাবের সাগরে,
মনের গভীরে,
অচেনা অন্তরে,
সকলের অগোচরে।
লোকচক্ষুর অন্তরালে,
কাকপক্ষীও যেন টের না পায় এমন ভাবে,
মাঝে মাঝে ডুব দিয়ে থাকতে হয়।

মাঝে মাঝে পালাতে হয়।
চেনা মুখের ভীড় থেকে,
কর্তব্যের নীড় থেকে।
তেপান্তরের মাঠ পেরিয়ে,
মাঠের পরের বন ছারিয়ে।
যেখানে পাখিরা নিয়মিত নীড়ে ফিরে ;
যেখানে মানুষেরা অনিয়মিত কিন্তু আনন্দিত,
নিয়ম ভাঙতে ব্যতিব্যস্ত।
নাম না জানা নদীর জোয়ারে।
মাঝে মাঝে ডুব দিয়ে থাকা ভালো।
(২ এপ্রিল, ২০২৩)

1 thought on “ডুব – নমিতা সরকার”

মন্তব্য করুন