Skip to content

ডিসেম্বরের শহরে — বোরহান রাব্বানী

এক রাশ বেদনার বোঝা মিশে আছে কুয়াশার চাদরে,
এইখানে তুমি নেই কোথাও আমার ডিসেম্বরের শহরে।
চারিদিকে না পাওয়ার রোদন— সবকিছু ম্লান হয়ে আসে
তুমি হীনা এ দীর্ঘ রজনীরা ভোগে কি নিদারুণ আবেশে!

মাঝে মাঝে মনে হয় ঝাপটা হাওয়ার পরশে
কার জানি আঙ্গুলের ছোঁয়া গালে লাগে এসে;
প্রতিটা পরশে যেন তোমার অনামিকা কথা কয়
এইভাবে ডিসেম্বরের শহরে বেদনার ভোর হয়।

হয়তো লাল সোয়েটার গায় পরিচিত নগরীর কোন পথে,
হেঁটে চলো তুমি কুয়াশায় সিক্ত ডিসেম্বরের হিম প্রভাতে
পথ চেয়ে থাকে হৃদয় পথান্তরে— এই পথে এসে পড়ো যদি
হেন ভানে অভিমানে– ভালোবেসে মুছে দিতে বিষাদের নদী।

অথবা কন্দরে জড়িয়েছো নবনী কাশ্মীরী শাল
বুননে লেগে আছে তার এক ফোঁটা শিশিরের জল
আমার প্রেমের মতো ভীষণ অবহেলিত সেও
নিরতিশয় উপেক্ষার আতশী বুকে নিয়েও
আষ্ঠেপৃষ্টে জুড়ে আছে স্বপ্নের মাধুরী মেখে।
অমন অবহেলায় ক’জনে বেঁচে থাকে? কি যে বেদনা;
তবু দেখো— কতো আদরে করছে তোমার আরাধনা।

মন্তব্য করুন