ডাক
-অনয় হাসান
কাঁঠালে তলে রসের বলে,
দিওয়ানা তৈল দিকবিগিক।
সেথায় হাসে, যেথায় ফাসে ;রহস্যের পিরিতি।
বন্ধু আমায় নিড়ে নাও,
বন্ধু আমায় ফিরে চাও।
বৈকালি লতায় ঝুলে-দুলে যায়,
তাহাদের মত কে?
এসো নবীন ফিরে চলো,
পাষাণে নয় বিলীন!
ডাক
-অনয় হাসান
কাঁঠালে তলে রসের বলে,
দিওয়ানা তৈল দিকবিগিক।
সেথায় হাসে, যেথায় ফাসে ;রহস্যের পিরিতি।
বন্ধু আমায় নিড়ে নাও,
বন্ধু আমায় ফিরে চাও।
বৈকালি লতায় ঝুলে-দুলে যায়,
তাহাদের মত কে?
এসো নবীন ফিরে চলো,
পাষাণে নয় বিলীন!