Skip to content

ঠাঁই নাই

ঠাঁই নাই
——–এস.আই.তানভী

বিশাল এ পৃথিবী ধূধূ মরুচর
বিনা ঝড়েও ভেঙ্গে যায় জীবন ঘর
বাইরে আপন, ভিতরে সবাই পর
আঘাতে আঘাতে খণ্ডিত অন্তর।।

আদর-সোহাগ দিয়ে যাকে ভাববে আপন
সেই তোমার প্রাণে দিবে মৃত্যু বাণ
যার দুঃখে দুঃখী হয়ে কাঁদবে নিরবে
আঘাতে তোমার মন সেই তো পূর্ণ করে দিবে।।

অনেকের দুঃখে অনেক কেঁদেছি, তবু
আমার দুঃখে কাঁদেনা কেউ, একা কাঁদি শুধু
জন্ম থেকে এতো দূর এসে
বুঝলাম এই জীবনের শেষে
মানুষ চালিয় এই পৃথিবীর মাঝে
আমাকে চলতে হবে ভেসে ভেসে।।

আমি ছিন্নমূল, জগতের মানুষকে কিছুই
দিতে পারি নি, তাই
এ জগতে কারো মনে স্থায়ী ঠাঁই নাই।।
—————
২১/০৭/০৭ইং

মন্তব্য করুন