টোটো চালাই করি কামাই থাকি শহরতলি
রোজদিনকার যা রোজগার সেই কথাটা বলি ।
খরচটরচ বাদ দিয়ে সব হাতে থাকে শ’তিনেক
দু’বেলাতে মাথা গুণে খেতে বসি জন সাতেক
বৃদ্ধ বাবা বৃদ্ধা মাতা ও অভাগী বিধবা বোন
একটা ছেলে একটা মেয়ে আমরা দুই জন
গ্যাসের দামে আগুন জ্বলে আনাজপাতি
বিদ্যুতের যা মাসুল এখন জ্বলে না সব বাতি
তেলের দাম আকাশছোঁয়া বিনা তেলে রান্না
সংসার টানতে গিয়ে পায় যে আমার কান্না
তার উপরে লেখাপড়ার বিশাল খরচ আছে
এমনভাবে আমার মতো লোকের জীবন বাঁচে।