Skip to content

টাকা ছাড়া বিষাদ জীবন – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

টাকা ছাড়া বিষাদ জীবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-০৬-২০২৪ ইং

বিষাদ জীবন টাকা ছাড়া
এই ভুবনের এই তো ধারা,
টাকায় মিলে বাঘেরও দুধ
হাজার টাকায় একশত সুদ।

থাকে যদি টাকার হাঁড়ি,
টাকাতে দেয় বাড়ি- গাড়ি,
স্বপ্ন মিছা শুধুই আঁকা
হায়রে আমার পকেট ফাঁকা!

টাকা ছাড়া ভাত জোটে না
ডাকে না ওই প্রিয়তমা!
কেউ পুছে না কেমন আছি?
এইভাবে হায় মরেও বাঁচি!

টাকারে তুই আসবি কবে?
বন্ধু স্বজন আপন হবে,
ফুটবে তখন মুখে হাসি
বলবে সবাই ভালোবাসি।

টাকা ছাড়া জীবন অচল
বন্ধ চাকা হয় না সচল,
থমকে দাঁড়ায় বিশ্বভুবন
দখিনে ওই বয় না পবন।

টাকা বিহীন দুখ সীমাহীন
সুখ না ঘরে কষ্টেরই দিন,
সমাজ সেবক হয় না পুরুত
যায় না ধরা সুখটা ফুড়ুৎ।

মন্তব্য করুন