এসো তুমি ঝরে পড়া রোদ্দুর হয়ে
হিজলের বনে
অথবা, তাল পুকুরের পাড়ে ছোট আকাশমনির হলদে শাড়ি হয়ে,
পদ্য কবিতার ছন্দে বাদল ধারায়,
না হয় আমি গদ্যই হলাম –
আমার এই এলোমেলো জীবনে
সাজাতে পারি নি নিজেকে!
সম্বল সেই ঝরে পড়া রোদ্দুর মেখে বেলাশেষের গান হবো আমি
যখন ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা দুপুরে কেউ নেই পাশে আমার,
দু একটি পাখি ওই দূরের কাঁঠাল গাছটার কোটরে বসে ডানা শুকায় নিঃশব্দে ।
রোজ রোজ বৃষ্টির ফোঁটায় লুকিয়ে রাখি নিজেকে,
আষাঢ় আমার ভালো লাগে –
ভালো লাগে নরম নরম বৃষ্টি ফোঁটায় নিজেকে হারিয়ে ফেলতে,
মিশে যেতে ঘাসের পাতায় ঝরে পড়া একবিন্দু তৃষ্ণার্ত স্ফটিক হয়ে বেলাশেষের ডাকে।
শব্দের গোপন অলিন্দ থেকে বিচ্ছুরিত হয়েছে প্রেমের অপূর্ব ঐদ্ন্রজালিক মায়া। অভিভূত হলাম।