Skip to content

জীবনের ভাল-মন্দ–রমেন মজুমদার

জীবনের ভাল-মন্দ
—–
রমেন মজুমদার, 08/09/23

খুলো আজি বন্ধ দুয়ার শক্ত খিল
ভাঙ তবে কঠিন আছে যত তালা!
গরিবের ধন লুট করেছে দেখি ওরা;
পড়াও ওদের কণ্ঠে ভাই চটির মালা।।

নগ্ন পায়ে যাচ্ছি দেখ, আমরা মিছিলে,
দেশাত্ববোধ জাগুক আজ সবার মনে;
লোভ ভুলে যাও স্বার্থবাদী আজ তোমরা!
আমরা আছি আজকে তবে ভুখার সনে।।

কর্মহীনে অনাহারে ভুগছে কত প্রাণ!
দানের থলি এগিয়ে এসে হস্তে ওদের দাও:
লুট করোনা,বুট মেরোনা!– হীনের বুকে!
প্রেমের বাণী,শান্ত্বনা সুখ কিছুটা বিলাও।।

ক্ষুদ্ধ গরিব!পেটের জ্বালা !অসহ্য প্রাণ!
দাওনা তবে ভগ্ন থালায় কিছুটা ভাত;
বাঁচুক ওরা এই সমাজে মানুষের মতন
তবেই ওঠবে আগামীকাল রাঙা প্রভাত।।

ঘাম ফেলিয়ে গরিবেরা ফসল ফলায়;
সেই ফসলের ন্যায্য মূল্য পায়না ওরে !
জোত-মহাজন সুদের দেনায় সস্তা কিনে
গরিবের ঘাম এমনি বুঝি বিকোয় দরে।

আর লুটোনা গরিবের সুখ ফাঁকি দিয়ে,
তোমরা ধনি,উঁচু বাড়ি,হাকাও দামি গাড়ি!
এসির ঘরে বিলাসিতায় জোয়ান নারী
রঙ্গ তামাশায় কাটাও দিন ফুর্তি করি।।

সাম্য-প্রীতি ঐক্য গড়ে এক কাতারে চল
সবাই আজ নীতির কথা সমাজে বলো…
ভদ্র বেশি মানুষ হও; অভদ্রতা হয়ো না,
একটা জীবন হেসে খেলে কাটিয়ে চলো।।
—— হরিদেবপুর।

মন্তব্য করুন