এই তোমার কি মনে আছে?
কোনো এক জীবনে কোনো এক সময়ে
তুমি আমায় চেয়েছিলে?
সেখানে আমাদের ঘর ছিলো,বাড়ি ছিলো
পোষ্য কবুতর, আদুরে বিড়াল ছিলো
মনে পড়ে কি?ওই মোমবাতির নরম আালোয়
আমরা দু,জনে,
সেখানে কাশবন ছিলো,পার্ক ছিলো
যেখানে আমরা রোজ জুটতাম
রোজ কথা হতো মুঠো ফোনে।
সে পৃথিবীতে নদী ছিলো,নীলসাগর ছিলো
নীল আকাশ ছিলো,হু-হু বাতাস ছিলো
প্রাচীন সভ্যতার নগরী ছিলো
সে পৃতিবীতে তুমি জন্মেছিলে
শুধু মাত্র আমার জন্য।