জাগরন
মা -আ- আ গো তোমার ভয় কেন মা
আমরা তোমার পাশে আছি
আমরা তোমার দুরন্ত ছেলে জগাই মাধাই
তোমার কোনো ভয় নাই কোনো ভয় নাই
আমরা তোমার বীর সন্তান মনে রাখা চাই
ভয় নাই মা আ গো-ও, ভয় নাই
মনে কর অতীতের বাংলর ইতিহাস
ইংরেজ তোমাকে করেছিল শৃঙ্খলিত
দুর্নিবার দুর্দমীয় বঙ্গসন্তান করল মুক্ত
জেগেছে তোমার বহু সন্ততি দিচ্ছে আশ্বাস
তোমার আর কোনো ভয় নেই রাখ বিশ্বাস
যদিও তোমার সন্তানরা এক বড় দোষে দোষী
তারা কুম্ভকর্ণ,ঘুমের ঘোরে স্বপনে থাকে বেশী
জাগলে পরে অত্যাচারীদের আর রক্ষা নেই
ভয় নাই মা গো আর ভয় নেই
এখনও নেতাজী আছে, আছে সূর্য সেন
মাতঙ্গিনী প্রীতিলতা শের আলী বাঘা যতীন
বিরসা কানু ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ
এরা জাগলেই দানবকুল হবে নিঃশেষ
জনতা ঘুমিয়ে আছে গভীর ঘুমে অচেতন
জাগাতে পারলেইই তোমার হবে দুঃখ মোচন
দেরী হলেও একদিন জাগবে বাংলার জনগন
যেদিন কংসের অত্যাচারের দিন হবে পুরন
কৃষ্ণ বলরাম গেলে মথুরায় কংসের হয় নিধন
অধর্মের পতন হয়ে ধর্মের আবার হবে পত্তন
সময় কথা বলে তাই সময় হলেই হবে জাগরন
হিটলার মুসলিনি রাণী মেরি বাথোরি লিওপোন্ড
সব ছলা কলা ক্ষমতা গর্ব দর্প সময়ে হবে পন্ড
তালাত পাশাদের তুমি ঈশ্বর এনেছিলে ধরিত্রীতে
তুমিই এদের পাপের শাস্তি দিলে সময় হতে
ইতিহাস বলে স্বৈরাচারী অত্যাচারীর নির্মম পতন
যারা চিরসত্য বোঝে না তারা মানববেশী সয়তান
কোনো কালে দানবের নিস্তার নেই
তোমার ভয় নেই মা ভয় নেই্।।