Skip to content

জলছায়া -নুরুন্নবী খোকন

জলছায়া

বুকের বা পাশ দিয়ে একেঁবেঁকে
বেয়ে যে নদী পতিত হয়েছে
অস্তিত্বের সমুদ্রে

সে নদীর নরম জলেই ক্রমশই দেখি
এক অস্পস্ট অবয়বের জলছায়া
যে জলের মৃদু ঢেউয়ে চাঁদের নৃত্য
নাড়া দেয় মস্তিস্কের ষ্মারক অরন্যে

যে জলে মুলত ছায়া হয়ে নামে
খড়কুটো বিবেকের প্রতিবিম্ব!

মন্তব্য করুন