মুর্খ লোকের অজ্ঞ জ্ঞান ; আর ধর্ম জ্ঞান না থাকা ;
কিশোর কিশোরীরা ধোঁকা ; দেয় আর থাকে একরোখা।
এদের থাকে নাস্তিক ধ্যান; বুঝে না এরা মান সম্মান;
এঁরাই হয় যে গুন্ডা চোর ; গ্রামে চোর ধরা পড়েছে ;
কেউ গালি কেউ মারছে ; মেম্বার বাড়িতে বেঁধেছে।
ছবি তুলছে সাংবাদিকরা; নূর বলে থামুন সবে ;
মারলে কি চোর ভালো হবে ; না জেলে দিলে ভালো রবে।
কর্ম দাও চোরকে তোমরা ; কর্মে টাকা পেলে চোররা;
ভালো হতে সুযোগ পাবে; ধর্মে কর্মে সাথে যে রাখলে ;
পাপ পুণ্যি বয়ান শুনলে ; চুরির কথা যাবে ভুলে।
নূর চোরকে কর্ম দিলো ; পার্থনার সময় ডাকে ;
চোখে রাখে শাসনে হাঁকে ; রাতে খোঁজ খবর রাখে।
হটাৎ সাংবাদিকরা এলো; দেখে কাজে প্রশংসা করলো;
পেপারে নূরের যে গুণ ; কীর্তি লেখেন সাংবাদিকরা ;
ভাবে তাহা ধনী সুধীরা ; কাজটি ভালো বলে জ্ঞানীরা।