Skip to content

চাঁদ

চাঁদ কতই না সুন্দর ! সে একাই আকাশে বসে থাকে,

আমরা আকাশের দিকে তাকাই, আমরা একা,
কিন্তু চাঁদের মতো ছোট্ট নই,

এটা সবসময় নিজেকে উজ্জ্বল আলোয় জ্বালিয়ে
রাখে, অনেকগুলো তারায় পরিবেষ্টিত হয়ে থাকে,
আমাদের ভগ্ন হৃদয়, স্বপ্ন দেখে চলে…

মানুষ থেকে দূরে মানে তো দুঃখকষ্ট থেকেও দূরে।

আমরা নিচের দিকে তাকাই একটি শপথের মধ্য দিয়ে,
মনে হয়, আলোকিত মানে আগের চেয়ে উজ্জ্বল।

এটি একটি সুন্দর চাঁদের গল্প, যার আলো স্পষ্ট হয়
গভীর রাতে।

(সংগৃহীত)

মন্তব্য করুন