Skip to content

ঘরময়ী – নুরুন্নবী খোকন

কবিতার বাজারে যদি হয় কারফিউ জারি
কবিতা যদি আর লিখতে বা পড়তে না পারি
তাতে কার কী–
তুমি আর আমি যখন মুখোমুখি
তোমার চিবুক মুখ কালো তিল গ্রীবার
আমি অপলকেই পড়বো বারবার।

আবহাওয়া অফিস যদি দিয়ে দেয় আগাম খবরে
আগামি কাল সূর্য উঠছেনা বৃষ্টি ঝরবে অঝোরে!
তাতে কার কি–
তোমার চোখের তারায় নামাবো নগরের সব রোদ
আমার ঘরময় জগত হবে সকাল শারদ!

মন্তব্য করুন