গভীর রাতে বনের গহীনে বসে থাকি,
অন্ধকারে আমার বন্ধু হাজারো পাখি,
আমার ক্লান্ত শরীরে অস্তিত্বের যন্ত্রনা,
ওরা বলে প্রিয় জন হারানোর বেদনা।
মধ্যে রাতে যখন এই বুকে করে ব্যাথা,
আমি প্রকৃতির সাথে বলি কষ্টের কথা,
নিঝুম অন্ধকার রাতে বসি নদীর তটে,
বনের পাখিরাও তোমায় খুঁজতে ছুটে।
সকাল বিকাল কত রকমের পাখি যায়,
তোমার খোঁজ নিতে বাড়ীর আঙ্গিনায়,
মনের কথা বলে দিও যখন বসে গাছে,
পাখিরা এসে বলবে মনি কেমন আছে।
তোমার কন্ঠের আওয়াজ আসে কান্নার,
প্রতি রাতে আমায় ভেবে করো চিৎকার,
অসহায়ত্বের মাঝেও শুধু তোমাকে চাই,
মৃত্যুর আগে হলেও যেন তোমাকে পাই।
কল্পনায় ঐ চোখের আলপনা এঁকেছি,
প্রতিবার মোনাজাতে তোমায় চেঁয়েছি,
অভিমান ভূলে যেদিন ফিরে আসবে,
এ অপেক্ষার প্রহর সেইদিন শেষ হবে।